নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, জালিয়াপাড়ার হারুন অর রশিদ (৪৫) ও তাঁর ছেলে বাবলু (১৮) বুরহান উদ্দিনের ছেলে সাদ (১০)। আজ শুক্রবার (২৮ মে) দুপুরে কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জালিয়াপাড়া এলাকায় বিদ্যুতের খুটি থেকে অবৈধভাবে বাঁশের খুটি দিয়ে পাশের একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। সেই খুটির একটি তার মাটিতে পড়ে থাকলেও কারো নজরে না আসায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে বুরহান উদ্দিনের ছেলে সাদ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। পরে সাদকে বাঁচাতে গিয়ে বাবলু ও হারুন অর রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											