নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ ১১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে সিভিল সার্জন অফিস।
এই বছর জেলার ১৩ উপজেলায় ১১১টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৩৪০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৮ হাজার ৫৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।