কিশোরগঞ্জে ভূয়া স্ত্রী সাজিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে ভূয়া স্ত্রী সাজিয়ে এক কোটি ৭৬ লাখ টাকা মূল্যের জমি দলিল রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ায় সাবরেজিস্ট্রি কার্যালয়সহ পুরো জেলা শহরে এ নিয়ে তোলপাড় চলছে।

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদারপাড়া গ্রামের মোছাঃ মার্জিয়া খানমকে তার স্বামী এ কে এম সেলিম ভূইয়া মাইজখাপন মৌজায় ২০১৪ সালে ৪৭৫২নং দলিল মূলে হেবা ঘোষনার মাধ্যমে ১ একর ৪৭ শতাংশ ভূমি হস্তান্তর করেন।

চলতি বছরে স্বামী-স্ত্রী’র মধ্যে সর্ম্পকের অবনতি হওয়ায় গত ৭ ফেব্রুয়ারি অন্য আরেকজন মহিলাকে নিজের স্ত্রী মার্জিয়া আক্তার পরিচয় দিয়ে ও দাতা সাজিয়ে উক্ত ভূমি এ কে এম সেলিম ভূইয়া নিজ নামে দলিল রেজিস্ট্রি করেন।

অনুসন্ধানে জানা যায়, ভূয়া দাতা সাজিয়ে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে প্রকৃত স্ত্রী মার্জিয়ার জাতীয় পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করে দলিল লেখক ফারুক আহমেদ বাবু (সনদ নং-৬৪), ১৩১৪ নং দলিলটি রেজিস্ট্রি করে দেন। সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, এ ব্যাপারে মার্জিয়া খানমের ছেলে জোবাইদুল ইসলাম আকিব, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রার বরাবরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযুক্ত এ কে এম সেলিম ভূইয়ার সাথে যোগযোগ করা হলে তিনি অকপটে এ ঘটনার সত্যতা স্বীকার করেন। বিতর্কিত দলিলটির বিষয়ে দলিল লেখক ফারুক আহমেদ বাবুর কাছে এ বিষয়ে জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করেন।

এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক বলেন, দলিলটির বিষয়ে ইতিমধ্যে সাবরেজিস্ট্রার বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবরেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান মোল্লা বলেন, ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব জানান, আজ ১৮ আগস্ট সকালে লিখিত অভিযোগটি পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.