কিশোরগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে আদর্শ পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার দুপুরে জেলা শহরের মোরগমহলে অবস্থিত প্রতিষ্ঠানটির মালিককে মেয়াদোত্তীর্ণ মৎস্য ফিড বিক্রয় ও তারিখ টেম্পারিংয়ের দায়ে এ জরিমানা করে ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ। অপরদিকে একতা বিপননী বিথি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বিস্কুটও কেক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। সার্বিক সহযোগিতা করেন কিশোরগঞ্জ ক্যাব এর সভাপতি আলম সারওয়ার টিটু। এসময় জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share.