কিশোরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নকল ইলেক্ট্রিক ক্যাবল তার, সকেট, নকল সীল যুক্ত বিভিন্ন ইলেক্ট্রিকেল পণ্য বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জের ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এসময় স্বর্ণা ইলেক্ট্রনিক্সের গোডাউনে বিএসটিআই-এর অনুমোদনহীন ক্যাবল তার, সুইচ, সকেট ও হোল্ডার পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাকিব ইলেক্ট্রনিক্সে বিভিন্ন কোম্পানির নকল সিল যুক্ত ক্যাবল তার পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ননী গোপাল মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয় করায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এসময় জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্পসহ জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান সহকারি পরিচালক।

Share.