স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জে মাথায় কাফনের কাপড় বেঁধে বেতন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে মাঠে নেমেছে মাঠপ্রশাসনের কর্মচারিরা। আজ বুধবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট ভবনের দ্বিতীয় তলা ও জেলা প্রশাসকের বারান্দায় বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ ও পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে। এসময় তারা বলেন, কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে কালেক্টরেট সহকারীরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে চর্তুথদিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। মাঠপ্রশাসনের কর্মচারিদের দীর্ঘ প্রায় ২০ বছরের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সমাবেশ থেকে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ৩য় শ্রেণী কর্মচারি ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
কিশোরগঞ্জে মাথায় কাফনের কাপড় বেঁধে বেতন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে মাঠে নেমেছে কর্মচারিরা
0
Share.