কিশোরগঞ্জে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদরের মহিনন্ন ইউনিয়নে কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নীলগঞ্জ রোডের কলাপাড়া এলাকায় খেলা অনুষ্ঠিত হয়।

ইয়ংম্যান্স ক্লাবের সভাপতি শিল্পপতি মাহফুজুর রহমান বাপ্পির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মহসিন আলী দুলাল, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, শরিফুল আলম, মোঃ সবুর মিয়া, বাবু, ছালাম প্রমুখ।

কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাব বনাম কলাপাড়া টাইগার ক্লাব দুটি দল অংশগ্রহণ করে। খেলায় প্রথমআর্ধে ড্র হওয়ায় পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-১ গোলে কলাপাড়া টাইগার ক্লাবকে পরাজিত করে কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অতিথিরা।

Share.