কিশোরগঞ্জে মাদ্রাসার ছাত্র বলাৎকার মামলার প্রধান আসামী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে মাদ্রাসার ছাত্র বলাৎকার মামলার প্রধান আসামী মাওলানা বেলাল হোসেন বিল্লাল (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ শুক্রবার ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত বেলাল হোসেন ময়মনসিংহ জেলার ঈশ্বরদ্বি থানার পাড়া পাচাশি এলাকার মোঃ মুজিবুর রহমানের ছেলে।

জানা যায়, গত ১৫ আগস্ট সদর থানাধীন নগুয়া শ্যামলী রোডস্থ ৭১৫ জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় তলার টয়লেটের ভিতর নিয়ে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসার এক
ছাত্রকে জোর পূর্বক পায়ুপথে যৌন সঙ্গম করে। পরবর্তীতে ২৭ আগস্ট ওই ছাত্রকে উক্ত শিক্ষক ভয়ভীতি দেখাইয়া জোর পূর্বক পুনরায় পায়ুপথে যৌন সঙ্গম করে।

ভুক্তভোগী ওই ছাত্র পরিবারের কাছে বিষয়টি জানালে ছাত্রের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামী বেলাল হোসেন বিল্লাল পালিয়ে যায়।

র‍্যাব১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বি এন এম শোভন খান জানান, আসামিকে ধরতে র‍্যাবের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্ত এর মাধ্যমে ঘটনায় জড়িত আসামীকে সনাক্ত পূর্বক গ্রেফতারের জোর প্রচেষ্টা চালায়। এরই ধারবাহিকতায় এ ঘটনায় মূল এজাহারনা মীয় আসামী হাফেজ বেলাল হোসেন বিল্লালকে বৃহস্পতিবার দিবাগত-রাতে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন বিশ্বনাথপুর এলাকা থেকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

আসামীকে জিজ্ঞাসাবাদে অত্র ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Share.