কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

0

নিজস্ব প্রতিবেদকঃ
ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কিশোরগঞ্জে ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতেই ভোরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরই পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরই জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌরসভার পক্ষে পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকলীগের পক্ষে সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাচ্চু, জেলা মহিলা লীগের পক্ষে সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সদর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মামুন আল মাসুদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ এসময় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসেপ্লে’র উদ্বোধন করা হয়। এছাড়াও দিবসটির তাৎপর্য্য তুলে ধরতে দুপুরে শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share.