কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0

স্টাফ রিপোর্টারঃ
প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে শুরু হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন। রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের শহীদ মিনারে প্রথম পুষ্পার্ঘ্য অর্পন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ।

এর পর পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য প্রদান করেন।

এর আগে রাত ১২টায় প্রথম প্রহন শুরুর অনেক আগে থেকেই বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রার মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গনে এসে উপস্থিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।

Share.