স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
পরে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বিচার বিভাগের পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, পৌর মেয়র, জেলা কৃষক লীগ, তাঁতী লীগ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, স্কুল-কলেজ, পেশাজীবি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											