কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আজ শুক্রবার (১২ মার্চ) দুপুর ১২ টায় কটিয়াদী উপজেলার পূর্ব ধনকিপাড়া থেকে ভৈরব থানার কমলপুর লোকাল বাসষ্ট্যান্ড এলাকার লতিফ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫) কে চার কেজি গাঁজা ও একটি মোবাইল এবং নগদ তিন হাজার পাঁচশত টাকাসহ আটক করা হয়। দুপুর ২টায় ভৈরব উপজেলার আকবর নগর সিএনজি স্ট্যান্ড এলাকার থেকে কুলিয়ারচর উপজেলার ক্ষিদিরপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪) এবং ভৈরব উপজেলার রাজানগর গ্রামের তাজুল ইসলামের ছেলে মামুন পারভেজ (২২) কে র‌্যাবের একটি আভিযানিক দল চার কেজি গাঁজা ও চারশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল এবং নগদ পাঁচশত টাকাসহ গ্রেফতার করে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে আটককৃতরা স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে ভৈরব ও কটিয়াদী থানায় পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.