স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে র্যাবের ভেজাল বিরোধী অভিযানে অবৈধ পলিথিন মজুদ ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ ১৪ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের বড় বাজার গাজী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বড় বাজার গাজী মার্কেট এলাকায় মা বাবা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ করে অবৈধভাবে ব্যবসা করে আসছে।
এপ্রেক্ষিতে আজ মা বাবা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠান হতে ৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এছাড়াও স্থানীয় বাজারে যৌথ অভিযান পরিচালনা করে দোকান গুলোতে মূল্যতালিকা না টানানোর দায়ে জরিমানা করা হয়।
অভিযানে, মা বাবা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক সদর উপজেলার কালোটিয়া এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে মোঃ রাজিবকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ করে অবৈধভাবে ব্যবসা করার দায়ে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং স্থানীয় বাজারে দোকানগুলোতে মূল্য তালিকা না টানানোর দায়ে একই উপজেলার বৌলাই এলাকার ফজলুর রহমানের ছেলে সুজন (৪০) বগাদিয়া এলাকার মুনু মিয়ার ছেলে সাইদুর (৫০) কে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।