স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট ব্রিজ এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার পৌর শহরের বত্রিশ এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ রায়হান (১৬), মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ বিপ্লব খান (১৫) ও ময়মনসিংহ জেলার ইশ^রগঞ্জ থানার ফতেহপুর এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ সাব্বির (১৬)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ছিনতাইকারী চক্র কিশোরগঞ্জ ঝেলার ও সদর থানায় এলাকায় ইজিবাইক ছিনতাই, যাত্রা পথে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে চক্রের উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাকু, দুইটি মোবাইলসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।