স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে র্যাবের হাতে নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে আটক করেছে র্যাব। আজ সোমবার (৩ মে) দুপুরে পৌর শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নকল স্বর্ণের বার দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় প্রতারনার মাধ্যমে টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান স্বর্ণ অলংকার নিয়ে আসছিল। আজ সকালে নকল স্বর্ণের বার প্রদানের মাধ্যমে ০২ টি স্বর্ণের কানের দুল প্রতারনা করে নিয়ে যায় মর্মে একটি অভিযোগ পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরইপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর ২টায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শহরের ইসলামীয়া সুপার মার্কেটের সামনে হতে আসামীদের আটক করা হয়। আসামীরা হল যশোদল মধ্যপাড়া এলাকার আব্দুর রাশিদ মিয়ার ছেলে মোঃ মজিবুর মিয়া (৩৫) এবং মোঃ আলী আকবরের ছেলে মোঃ হারুন মিয়া (২৮)। এসময় তাদের কাছ থেকে ২টি নকল স্বর্ণের বার এবং অভিযোগকারীর ২টি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের দুই সদস্য নকল স্বর্ণের বার এর মাধমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতারনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											