কিশোরগঞ্জে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের চেকপোস্ট স্থাপন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে সরকারের ১৮ দফা নির্দেশ বাস্তবায়ন ও লকডাউনে যান চলাচল নিয়ন্ত্রনসহ সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রন রাখতে শহরের ভেতরে প্রবেশ করার ১২টি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে প্রশাসন।

এই উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে শহরের প্রবেশ মুখে দেওয়া ১২টি চেকপোস্ট পরিদর্শনসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতার লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ভিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এসময় সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশের বাহিরে জরুরি প্রয়োজন ছাড়া কোন যানবাহন ও সাধারণ জনগণ যেন শহরের ভেতর প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে চেকপোস্টের দায়িত্বে থাকা প্রশাসনের লোকজনের প্রতি আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এবং শহর ও শহরের বাহিরে বিভিন্ন ছোট বড় যানবাহনের স্ট্যান্ড পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টও (এনডিসি) মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.