স্টাফ রিপোর্টারঃ
আজ ৩১ জুলাই, কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব দিবস। ১৯৭১ সালের এই দিনে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ইয়াকুব আলীকে হত্যা করা হয়।
দিবসটি উপলক্ষে প্রতিবারের ন্যায় আজ রবিবার বৌলাই কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে এক শোক র্যালী বের হয়। পওে শহীদ ইয়াকুব আলীর স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন।
জানা যায়, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন শহীদ ইয়াকুব আলী। ১৯৭১ সালের ২৯ জুলাই জয়কা এলাকা থেকে স্থানীয় রাজাকারদের সহায়তায় ধরে নিয়ে শহরের ডাকবাংলোতে দুইদিন আটকে রেখে ৩১ জুলাই হত্যা করে নরসুন্দা নদীতে লাশ ভাসিয়ে দেয় পাকহানাদার বাহিনী। স্বাধীনতার পর থেকে দলমত নির্বিশেষে ইয়াকুব আলীর স্মরণে শোক র্যালী, শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভাসহ দোয়া মাহফিলের আয়োজন করে এলাকাবাসী।