কিশোরগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে কিশোরগঞ্জ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার গুরুদয়াল সরকারি কলেজ ইউনিট।

আজ সকালে গুরুদয়াল সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলার ঘটনা নতুন নয়। অতীতেও পরীক্ষার দায়িত্বে কর্মরত শিক্ষিকাকে ছুরিকাঘাতের মতো নৃশংসের ঘটনাসহ একাধিক হামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় কলেজটিতে কর্মকর্তাদের দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত এ ঘটনায় দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত করার দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এসময় গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, উপাধ্যক্ষ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান, সহ-সভাপতি প্রফেসর মো:সিদ্দিক উল্লাহ, সাধারণ সম্পাদক মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল বাশারসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

Share.