কিশোরগঞ্জে শিক্ষাবান্ধব কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে শিক্ষাবন্ধব কর্মসূচীর অংশ হিসেবে জেলার ১০৮টি ইউনিয়নের মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

  • আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর উপজেলার মোট ১১টি ইউনিয়নে ৭৫টি সাইকেল বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় মোট ৭৪৮জন ছাত্র-ছাত্রীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হবে। এর মধ্যে ৬২৩জন মেয়ে ও ১২৫ জন ছেলে রয়েছে।

প্রকল্পের উদ্দ্যেশ্য নারীর ক্ষমতায়নে লেখাপড়ার সুযোগ বৃদ্ধি করা, শিক্ষাবান্ধব কর্মসূচীর সফল বাস্তবায়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার কমিয়ে আনাসহ বাল্য বিবাহ রোধে ভূমিকা রাখা।

বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Share.