কিশোরগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চরশোলাকিয়া এলাকায় রিলায়েন্স স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিলায়েন্স স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো:আকরাম হোসেন। রিলায়েন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষক সদস্য শেফালী রানী বর্মণ, অভিবাবক সদস্য বাদশা মিয়া, সুধীর চন্দ্র বর্মণ, হাজী মো:ওবায়েদ উল্লাহ, আমিনুল হক ভূইয়া খেলন, মোকাররম হোসেন, হাফেজ মাওলানা হারুন অর রশিদ, আব্দুল আওয়াল, লায়ন্স ক্লাবের সদস্য মো:রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আকরাম হোসেন বলেন,’শিক্ষাই জাতির মেরুদণ্ড,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।কোমলমতি শিক্ষার্থীরা যাতে আনন্দ পায়, স্কুলে আসে তাই এ উদ্যোগ। সবার একই রকম বই, একই রকম স্কুল ড্রেসের সঙ্গে একই রকম ব্যাগ ভেদাভেদ ভুলে সবাইকে একই কাতারে নিয়ে আসবে।এতে করে সবার পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াবে। আশা করি, অভিভাবকরা সন্তানদের লেখাপড়ায় যত্নবান হবেন।’
আলোচনাসভা শেষে রিলায়েন্স স্কুল এন্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূলে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। স্কুল ব্যাগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন আকরাম শিশু কল্যাণ একাডেমী।