কিশোরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

এসময় কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে জেলার বিভিন্ন শিল্পীরা। পরে জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.