কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে কৃষিবিদ ডক্টর সৈয়দ আলী আজহার রচিত সৃষ্টির ক্রমধারায় ইসলামের বিকাশ ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বিকেলে শহরের জেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান।

বইটিতে বিশে^ ইসলামের আগমন এবং বিকাশের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রতিষ্ঠার ইতিহাস ও পরবর্তীতে মাঠ পরিচালনার পরিক্রমা নিয়ে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি নিয়ে চলমান বিভ্রান্তির অবসান হবে বলে মনে করেন লেখক।

এসময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আ ন ম নৌশাদ খান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু আ লতিফসহ বিভিন্ন লেখক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.