স্টাফ রিপোর্টারঃ
নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যত, এই প্রজন্মের কথা চিন্তা করেই বর্তমান সরকার দেশে উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপনের পাশাপাশি উন্নয়নের অগ্রগতি এনে দিয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
গতকাল শুক্রবার বিকেলে বর্তমান সরকারের ১৪ বছর উন্নয়ন অগ্রযাত্রার পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কিশোরগঞ্জে গুরুদয়াল মুক্ত মঞ্চে ছাত্র ও যুব সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় কিশোরগঞ্জের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোঃ সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র লীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম নাটু। পরিচালনায় জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন।