কিশোরগঞ্জে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত

0

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লকডাউনের ৪র্থ দিনে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় সরকারের নির্দেশ অমান্য করে ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদ ও যথাযথ স্বাস্থ্যবিধি অমান্য করা এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলার রাখার অপরাধে ৭টি মামলাসহ ১৯ হাজার ৭০০টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আজ সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বড় বাজার ব্রিজের উপর ফুটপাত দখল করে গড়ে উঠা কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত স্থানে ব্যবসায়ীদের দোকান নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এছাড়া সরকারের নির্দেশ অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযান অব্যাহত থাকবে।

Share.