স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কর্তৃক বাস্তবায়নাধীন নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলায় কর্মরত সংবাদকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের বত্রিশ পপি-পার্ট সেন্টারে সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জেলার ৭টি ইউনিয়নে ২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত বাল্যবিবাহের চিত্র তুলে ধরা হয়।
পপি’র তথ্য মতে কিশোরগঞ্জের সাতটি ইউনিয়নে ১২২টি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে এছাড়া ১৫৭টি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। এরমধ্যে, সদর উপজেলার যশোদল ইউনিয়নে ১৪ টি বাল্যবিবাহ সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ২৮টি, মারিয়া ইউনিয়নে ১৪ টি সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ১০টি, বিন্নাটি ইউনিয়নে ৩২ টি বাল্যবিবাহ সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ১৭ টি, পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নে ১৩ টি সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ২২ টি, চন্ডিপাশা ইউনিয়নে ৯ টি সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ২২ টি, হোসেনপুরে শাহেদল ইউনিয়নে ৯ টি সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ২৬ টি, পুমদী ইউনিয়নে ৩১ টি সংঘঠিত হয়েছে বন্ধ হয়েছে ৩২ টি।
বাল্য বিবাহের কারণ হিসেবে ধরা হয়েছে করোনার কারণে মেয়েরা দীর্ঘ দিন স্কুলে বাহিরে ছিল। এসময় অনেকে প্রেমের সম্পর্কে জড়ায়, এতে অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে শিশু কন্যাদের বিয়ে দিয়েছে। পারিবারিক আয় কমে যাওয়া বিশেষত দরিদ্রতার কারণে শিশু বিয়ে দিয়ে পারিবারিক খরচ কমানো উদ্দেশ্যে কন্যা শিুদের বিবাহ প্রদানে অভিভাবকরা উৎসাহিত হয়েছে। কারোনাকালে অনানুষ্ঠানিক বিয়ে হয়েছে, খাবারের আয়োজন ছিলা না, যৌতুক কম দিতে হয়েছে, এনজিও এবং প্রশাসন বিষয়টিতে ততটা নজর দিতে পারেনি ফলে অভিভাবকরা এই সময়কে বাল্যবিবাহ প্রদানের উপযুক্ত সময় মনে করেছে। সর্বোপরি অভিভাবকদের অসচেতনতা, আইন প্রয়োগের অভাব, কিছু অসাধু কাজি বয়সের সনদ যাচাই না করে শুধু হলফনামা দেখে বাল্য বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
এসময় এসডিজি লক্ষ্য পূরণে ভূমি ও প্রাকৃতিক সম্পদের নারীর মালিকানা স্থাপন। ঘরে বাহিরে নারীর নিরাপত্তা ও মান সম্মত কাজের পরিবেশ, নারীর প্রতি সহিংসতাকে সুসস্পষ্ট মানবাধিকার লংঘণ, তৃণমূল পর্যায় এবং জাতীয় পর্যায়ে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পপি প্রকল্পের সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলমের পরিচালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মি ও পপি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।