স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের জেরে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
জানা যায়, বৃহস্পতিবার রাত দশটার দিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ হামলা–ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
এর আগে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, যেটিকে গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র–জনতা টয়লেট ঘোষণা করেছিলেন সেই কার্যালয়টি এক্সকাভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
অন্যদিকে রাত ১২টার দিকে বিন্নাটি ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলী’র ছবি এক্সকাভেটর খুদাই করে তুলে ফেলা হয়। উপরে থাকা ম্যুরালটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে বিক্ষুব্দ জনতা প্রথমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র বাসা, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও সাবেক রাষ্ট্রপতির বাসা ভাঙচুর করে। এসময় রাষ্ট্রপতির বাসায় মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও রাতে বিন্নাটি মোড়ে মুর্যালে ভাঙচুর করে।