স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৩ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, পৌর মেয়র মো. পারভেজ মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, বর্তমান সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ইমামের পরিচালনায় আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											