কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামেরম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের মানবন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসনমন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের নিমার্ণাধীন ম্যুরাল ভাংচুরকারী দুর্বৃত্ত ও মদদদাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানবন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের আয়োজনে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচিতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়ককর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য বাছির উদ্দিন রিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুইটি ইসলাম, যুবলীগ নেতা মাহফুজ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আফজাল মিয়া, সাইমন কবীর, এহসানুল হক সঞ্জু, আশিকুর রহমান, আহসানুল আলম ইনসান, প্রান্তর, আরিফ, মনির, আলামিন, নাদিম, জিসান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুষার, রাকিবুল ইসলাম, তারিফুল ইসলাম শ্রাবণ, রেদওয়ান সাইক সোহাগ, বদিউল ইসলাম ভূঁইয়া, হাবিবুর রহমান, আতিকুর রহমান রাহাত, নাবিদুর হাসান উদয়, মহিবুল হাসান রিফাত, পিয়াস, সাজীব কাউসার, মাফী প্রমুখ।

বক্তারা বলেন, সুষ্টু তদন্তের মাধ্যমে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরকারী ও তাদের মদতদাতাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

এদিকে আজ দুপুরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি ভাঙচুর হওয়া সৈয়দ আশরাফুল ইসলামের মূর‌্যাল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাংচুর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share.