কিশোরগঞ্জে সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের আপন ছোট ভাই, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগ-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

আব্দুল বারিক ফুটবল একাডেমী ও প্রভাতি সংসদের মধ্যে উত্তেজনাকর খেলাটি নির্ধারিত সময়ে মধ্যে কোনো দলই গোল করতে পারেননি। পরে ট্রাইব্রেকারে ৩/১ গোলের ব্যবধানে প্রভাতি সংসদকে পরাজিত করে আব্দুল বারিক ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন ট্রপি জিতে নেয়।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে খেলা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে গত ১৮ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের উদ্বোধন করা হয়। মোট ১৪টি দল এ খেলায় অংশ নেন।

Share.