কিশোরগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় মা মেয়ের সাজা

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে স্কুল ছাত্র তোফায়েল হত্যা মামলায় মা ও মেয়কে সাজা দিয়েছে আদালত। এসময় একজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। এবং উভয়কে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দপুর ১২ টায় কিশোরগঞ্জ ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।

সাজা প্রাপ্তরা হলো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিপুলিয়া বাইকপাড়া এলাকার দুলাল ভূইয়ার স্ত্রী রিনা আক্তার (৪৫) ও দুলাল ভূইয়ার মেয়ে জুয়েনা আক্তার (২২) সর্ম্পেকে তারা মা মেয়ে। অপর আসামী রাসেল ভূইয়া (১২) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে বিচারাধীন রয়েছে। রায় ঘোষনার সময় রিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও জুয়েনা আক্তার পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় পুজার অনুষ্ঠানে দেখার সময় রাসেল ভূইয়ার সাথে তোফায়েলের কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পথে রাস্তায় রিনা আক্তার ও জুয়েনা আক্তার তোফায়েলের মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ১১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্র তোফায়েল মারা যান। পরে তোফায়েলের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা পরিচালনায় রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম আসামী পক্ষে অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ।

Share.

About Author