করিমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে স্ত্রী প্রজ্ঞা মোস্তফা (২৬) কে হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেন (৩৮) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। একই সাথে এক লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দেড় বছর পূর্বে করিমগঞ্জ থানার উত্তর চাঁনপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের সাথে ইটনা উপজেলার লাইম পাশা এলাকার আহসান মোস্তফার মেয়ে প্রজ্ঞা মোস্তফার বিবাহ হয়। বিয়ের পর দেলোয়ার বিদেশ চলে যায়। পরর্বতীতে সেখান থেকে ফিরে এসে প্রজ্ঞা মোস্তফাকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টিসহ নানাভাবে শারীরিক নির্যাতন করে। এরই জেরে ২০১৯ সালের ২১ মার্চ সকালে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে প্রজ্ঞাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই দিনেই দেলোয়ারকে গ্রেফতার করে। পরে প্রজ্ঞার বাবা দেলোয়ারকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৯ জুলাই করিমগঞ্জ থানার (পুলিশ পরিদর্শক) এস এই আব্দুল্লাহ আল মাসুদ দেলোয়রকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Share.