কিশোরগঞ্জে ১০০ জন শিক্ষক-কর্মচারীর মাঝে অবসরের ১৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ১০০ জন শিক্ষক-কর্মচারীর মাঝে অবসরের ১৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ইসলামীয়া সুপারমার্কেট প্রাঙ্গনে শিক্ষা মন্ত্রণালয়ের অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে আয়োজিত শিক্ষক সমাবেশে ইএফটি পদ্ধতিতে এ টাকা বিতরণ করা হয়।

এসময় অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যাবৎ ১৫ শত ৫৭ কোটি টাকা বিশেষ অনুদান দিয়েছেন। আগে যেখানে একজন শিক্ষক কর্মচারী অবসরে গেলে অবসরের টাকা তুলতে ৬/৭ বছর লেগে যেতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্ঠির কারণে আজ সেখানে আড়াই থেকে তিন বছরের মধ্যেই তারা ইএফটি পদ্ধতিতে অবসরের টাকা ঘরে বসে নিজের একাউন্ট থেকে তুলতে পারছেন। তাই শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন. শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের কোনো দূর্ভোগ থাকবে না।

এতে বাজিতপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক শ্যামল বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল পরিমাণ শিক্ষক-কর্মচারী এ সমাবেশে উপস্থিত ছিলেন।

Share.