কিশোরগঞ্জে ২০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার ইটনা, পাকুন্দিয়া ও কটিয়াদীর চান্দপুর, কুলিয়ারচরের রামদি ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। চার উপজেলার ২০টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ বাক্য পাঠ করেন।

এসময় কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার প্রমুখ।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি জেলার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার বুরুদিয়া ইউনিয়নে মো: নাজমুল হুদা, নারান্দী ইউনিয়নে মো. মুছলেহ উদ্দিন, সুখিয়া ইউনিয়নে মো: আ: হামিদ টিটু, জাঙ্গালিয়া ইউনিয়নে বুলবুল আহমেদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে এমদাদুল হক জুটন, এগারসিন্দুর ইউনিয়নে নূরুজ্জামান মিয়া বাবু, চরফরাদী ইউনিয়নে আ: মান্নান, হোসেন্দি ইউনিয়নে হাদিউল ইসলাম হাদি, চন্ডিপাশা ইউনিয়নে মো. শামছু উদ্দিন। ষষ্ঠ ধাপে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে আলাল উদ্দিন নির্বাচিত হন।

সপ্তম ধাপে ০৭ ফেব্রুয়ারি জেলার হাওর উপজেলার ইটনার ৯টি ইউনিয়নে দলীয় প্রতীক বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইটনা সদর ইউনিয়নে সোহাগ মিয়া, চৌগাংগা ইউনিয়নে ছাইফুল ইসলাম, এলংজুরী ইউনিয়নে রুবেল মিয়া, মৃগা ইউনিয়নে দারুল ইসলাম, জয়সিদ্ধি ইউনিয়নে মনির উদ্দিন, বাদলা ইউনিয়নে আদিলুজ্জামান ভূঁইয়া, বড়িবাড়ি ইউনিয়নে আবদুস ছাত্তার, ধনপুর ইউনিয়নে প্রদীপ কুমার দাস ও রায়টুটী ইউনিয়নে মোহাম্মদ এনামুল হক খান মিল্কী নির্বাচিত হন। এছাড়া চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নে মাহফুজুর রহমান (মাহফুজ) নির্বাচিত হন। উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে জনসাধারণের যথার্থ সেবার মাধ্যমে ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করান জেলা প্রশাসক।

Share.