স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ আদালতে বাদী, ভিকটিম ও সাক্ষী হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে জেলা জজ কোর্ট আদালত প্রাঙ্গণের নিচতলায় হেল্প ডেস্কের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান।
এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার, ২-এর বিচারক মোঃ সোলায়মান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক, ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আ.ন.ম ইলিয়াস, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ আর কিউ এম জুলকার নাইন, সিনিয়র সহকারী জজ সদর কোর্ট বেগম ফারহানা খান, সহকারি জজ তাড়াইল কোর্ট বেগম উম্মে হাবিবা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জজ কোর্ট নাজির মোঃ সাইফুল ইসলাম। হেল্প ডেস্ক বাস্তবায়ন করেন গণপূর্ত বিভাগ।