কিশোরগঞ্জ-কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ফেস্টুন-ব্যানার খুলে ফেলার নির্দেশ

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ ও কুলিয়ারচর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মনোনয় প্রত্যাশী প্রার্থীরা। প্রচারণার অংশ হিসেব ফেস্টুন ব্যানারে চেয়ে গেছে দুই পৌরসভার রাস্তাঘাট, অলি, গলি সহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের দেয়াল ও পৌর শহরের বিভিন্ন গাছ এমনকি বাদ যায়নি বিদ্যুতের খুটি পর্যন্ত।

এসব পোস্টার, লিফলেট, স্টিকার, ব্যানার দেয়াল লিখন ও বিলবোর্ড নিজ খরচে সরানোর নির্দেশনা জারি করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।

গতকাল সোমবার (৭ ডিসেম্বর) পৌরসভার নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি-৫ আনুসারে এই নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয় কোন ব্যক্তি বা রাজনৈতিক দল অথবা মনোনিত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের র্পূবে কোন প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। (প্রতীক বরাদ্দের র্পূবে প্রচারণা চালানো যাবে না)। অপসারণ না হলে পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১০ এর ৮৪ বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.

About Author