কিশোরগঞ্জ জঙ্গি হামলার ৬ বছর আজ

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া জঙ্গি হামলার ৬ বছর আজ। হামলায় শহীদ হওয়া পুলিশের দুই সদস্য জহিরুল ইসলাম ও আনছারুল হকসহ স্থানীয় গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা পুলিশ।

আজ দুপুর ১২ টায় জঙ্গি হামলা স্থলে নির্মিত অস্থায়ী বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজল, মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ নূরে আলম, (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলআমিন হোসাইন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ প্রমুখসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন আজিম উদ্দিন স্কুলের কাছে নামাজের আগ মূহুর্তে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। জঙ্গিরা চাপাতি, বোমা এবং পিস্তল নিয়ে হামলা চালিয়েছিল। চাপাতি দিয়ে পুলিশের দুই সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে তাদের প্রতিরোধ করলে জঙ্গি আবির রহমান (২৩) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঝর্ণা রাণী ভৌমিক (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়। এ সময় আহত হন আরও ১২ পুলিশ সদস্য। হামলার মামলায় মোট ২৪ জন আসামি থাকলেও এখন পর্যন্ত বিভিন্ন সময় ১৯জন জঙ্গি বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। বাকি পাঁচজনের সর্বোচ্চ শাস্তির আশা পুলিশ সুপারের।

Share.