কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

0

স্টাফ রিপোর্টারঃ
দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচন আজ। ৭১ হাজার ৮৪টি ভোটার নিয়ে ঘটিত এই পৌরসভায় মোট ২৮টি ভোট কেন্দ্র রয়েছে।

সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারণে প্রথমে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি লিমন ঢালী দলীয় প্রার্থী পারভেজ মিয়াকে নৌকা প্রতীকে সমর্থণ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া বি এন পি থেকে ইসরাইল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে স্বপন মিয়া রয়েছেন।

৯টি ওয়ার্ড নিয়ে ঘটিত এই পৌরসভায় ৫৯ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২জন প্রতিদ্বন্ধীতা করছেন।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করার লক্ষে নয়জন ম্যাজিস্ট্রেট, পাঁচটি র‌্যাবের মোবাইল টিম ও তিন প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

Share.