স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। আজ বুধবার সকালে পৌর চত্বরে কেক কেটে ও গাছের চারা রোপন করেন জন্মদিন উদযাপন করা হয়।
পৌর মেয়র মোঃ পারভেজ মিয়ার সভাপতিত্বে এসময় জেলা পরিষদ প্রশাসন অ্যাডভোকেট জিল্লুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক এমপি দিলারা বেগম আসমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেরা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানসহ পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে পৌর প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয় এবং প্রধান মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											