স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ মডেল থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকালে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ওসি মোহাম্মদ দাউদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক, নিউ নেশন জেলা প্রতিনিধি আলম সারওয়ার টিটু, জিটিভির জেলা প্রতিনিধি ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহাম্মদ রাজন, এটি এন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম ভূইঁয়া, ডেইলি মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি ফাইজুল হক গোলাপ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মোখলেছুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) তরিকুল ইসলাম, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্স এন্ড সিপি) আক্তারুজ্জামান খান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি শামসুল আলম শাহীন, দৈনিক জনতার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন, বাংলানিউজের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, কালের নতুন সংবাদ অনলাইন পত্রিকার সম্পাদক ও দৈনিক নওরোজের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, আলোচিত কন্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান লিপন, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টাস এসোসিয়শনের সভাপতি আলী রেজা সুমন, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ শরফ উদ্দিন হোসাইন জীবন, ওয়ান নিউজের প্রতিনিধি ও জেলা রিপোর্টাস এসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক আল আমিন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী রকি, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, বিভিসি বাংলা টিভির কামরুজ্জামান রাসেল, বিডি চ্যানেল ফোরের ফরহাদ ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।