স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোনাফ (৩১) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে সদর উপজেলার কাতিয়ার চর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোনাফ কাতিয়ারচর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। সত্যতা পাওযায় তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।