নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের চাকুরিচ্যুত করার পায়তারার প্রতিবাদে পুলিশি বাঁধার মুখে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে মেডিকেল কলেজ ও হাসপাতাল মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করে আউটসোর্সিং কর্মচারীরা।
কর্মচারীরা বলেন, করোনার ভয়কে উপেক্ষা করে ২১৬ জন আউটসোর্সিং কর্মচারী হাসপাতাল পরিস্কার রাখাসহ রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে কর্তৃপক্ষ ও ঠিকাদার আর্থিক লাভের আশায় আমাদের বাধ দেওয়ার পায়তারা চালাচ্ছে।
এসময় পুলিশের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও স্বাস্থ্য সেবা নিতে আসা লোকজন যেন কোন রকম হয়রানির স্বীকার না হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়।
এসময় মাসুদুর রহমান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাহমুদ হাসান জিসমান, মাহমুদ হাসান বাপ্পি, আজমল হোসেন, সৈয়দ আরিফুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন, আহসানুর রহমান, ইলিয়াস কাঞ্চন, খুশনুমা, শাকিল, আজিজুল হক, মিলন মিয়া, সানজিতা চৌধুরী, নাজমুল ইসলাম, আল মামুন সাগর, জলিলুর রহমান প্রমুখ। এ দাবিতে আগামী শনিবার আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।