নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলেক চাঁন (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (২এপ্রিল) রাত পৌনে বারোটায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলেক চাঁন জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া গ্রামের মমরাজ মিয়ার ছেলে।
জেল সুপার শামীম ইকবাল জানান, আলেক চাঁন নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলার আসামি। ২০১৫ সালে ঢাকার একটি আদালতে দ্রুত বিচার মামলায় যাবজ্জীবন সাজা হয়। ২০১৯ সালে আলেক চাঁনকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। আলেক চাঁন দীর্ঘদিন যাবত শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। গত দুই দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আবারও কারাগারে আনা হয়। রবিবার রাতে আবারও শারীরিক অসুস্থতা দেখা দিলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ময়নাতদন্ত শেষে লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।