স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাসেবায় বসানো হয়েছে ২০টি আইসোলেশন বেড (শয্যা)। চালু হওয়া এসব শয্যায় সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিসহ সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মহামারির শুরুতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চালু করা হয়। পরবর্তী সময়ে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ায় কিশোরগঞ্জ জেলাসহ আশপাশ এলাকার লোকজন চিকিৎসা নিতে আসায় করোনা রোগীদের সেবা কিছুটা বাধাগ্রস্ত হয়। এসব বিবেচনায় নিয়ে করোনা রোগীদের চিকিৎসাসেবা শতভাগ নিশ্চিত করতে ২৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত ২০টি উন্নতমানের আইসোলেশন বেড তৈরি করা হয়।
হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. হেলাল উদ্দিন বলেন, যেসব রোগী অক্সিজেন সমস্যায় ভুগবেন তাদের জন্য এ উদ্যোগটি করোনা চিকিৎসায় বড় ভূমিকা পালন করবে। এই কাজের জন্য হাসপাতালে একটি আধুনিক অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা থেকে ৬০ হাজার লিটার অক্সিজেন আহরণ করা যাবে। ২৫০ শয্যার হাসপাতালে ২০টি আইসোলেশন শয্যা করোনা রোগীর চিকিৎসায় আরও এক ধাপ এগিয়ে গেল।