স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ-১ আসনের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা স্বেচ্ছসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ডাঃ সৈয়দা জকিয়া নূর লিপি বলেন, গত পাঁচবছর সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করেছি। আবারও আমার এবং আমাদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন। কিশোরগঞ্জ সদর-হোসেনপুরের মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।