স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে হাম–রুবেলা রোগের প্রকোপ থেকে বাঁচতে হাম রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এসময় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মুকুল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											