স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল হারানোকে কেন্দ্র করে দোকানে হামলা করে এক ব্যবসায়িকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) রাতে করিমগঞ্জ উপজেলার সাদকখালী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। নিহত শরিফ উদ্দিন নোয়াবাদ উলুখলা গ্রামের মো: আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, দু`দিন আগে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারের মুদি ও হোটেল ব্যবসায়ি শরিফ উদ্দিনের (২৮) দোকানে সওদা করতে আসেন একই এলাকার কাঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে লিয়ন। এ সময় লিয়নের একটি মোবাইল ফোন হারিয়ে গেলে দোকানি শরিফকে অভিযুক্ত করে লিয়ন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে রবিবার রাত ৯টার দিকে লিয়ন ও তার সহযোগিরা শরিফের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পিটিয়ে ও উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড হয়েছে। মূল হত্যাকারীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।