নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে শ্রমিক সংকট হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষক লীগের উদ্যোগে সারা দেশে স্বেচ্ছা শ্রমে কৃষকদের বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
আজ বুধবার (২১ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ গেরাজুর হাওরের সুতারপাড়া ইউনিয়নে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় কৃষক জালাল মিয়ার ১একর জমির ধান কেটে দেয় কৃষক লীগের নেতকর্মীরা।
এসময় অতিথিরা বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণী কে সাথে নিয়ে কৃষক লীগের ৪৯বছর পথচলা। গতবছর বৈশি^ক মহামারি করোনা ভাইরাসে কৃষক জমিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিল তখন সারা দেশে কৃষক লীগের নেতকর্মীরা কৃষকের ধান কাটা ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দেয়। এই বছরও যখন লকডাউনে শ্রমিক সংকট দেখা দিয়েছে তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে কৃষক লীগের নেতৃত্বে আজ থেকে বোরো ধান কাটা শুরু হয়েছে। সারাদেশে কৃষকের বোরা ধানা কাটা শেষ না হওয়া পর্যন্ত কৃষক লীগের সকল নেতকর্মীরা কৃষকদের ধান কাটা ও মাড়াই করে গোলায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ^নাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, প্রচার সম্পাদক এম এ আকবর খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হায়দার চামেলী, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, তাড়াইল উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, ইটনা উপজেলা কৃষক লীগের সভাপতি পরিমল সাহা, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, কিশোরগঞ্জ শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক আল মামুনসহ সকল পর্যায়ের কৃষক লীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।