স্টাফ রিপোর্টারঃ
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট কৃষকের প্রয়োজন। কৃষি কাজ এখন আর গামছা পড়া লোকজনের মধ্যে সীমাবদ্ধ নয়। পেন্ট শার্ট পড়া স্মার্ট শিক্ষিত লোকজন এখন কৃষি কাজে জড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।
রোববার (৩০ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলায় সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষিখাতে বর্তমান সরকার সবসময় র্ভতূকি দিয়ে আসছে। কৃষি কাজ ও কৃষকদের স্মার্ট করে গড়ে তুলার লক্ষ্যে কৃষিতে আধুনিকায়ন ও গবেষণার মাধ্যমে নতুন নতুন জাতের উদ্ভাবন করছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ উইং কৃষিবিদ জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক ঢাকা অঞ্চল কৃষিবিদ এসএম সোহরাব উদ্দিন, অতিরিক্ত পরিচালক মনিটরিং কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।