আশরাফুল ইসলাম রাজনঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ক্যাম্পাস মডেল একাডেমী ও টেকনিক্যাল স্কুলে দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাটে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়।
কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আফরোজ, মোঃ শাহজাহান কবীর, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী, করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাম্পাস মডেল একাডেমী ও টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মজিবুর রহমান ও মোঃ রাকিব খান।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি ও শত শত দর্শনার্থীদের সম্মুখে অত্যন্ত দৃষ্টি নন্দন পরিবেশে প্যারেড, নিত্য, গান ও নাটক পরিবেশন করে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের খেলায় বিভিন্ন কাটাগরীতে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।