ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদেল আজিজ আর নেই

0

নিউজ ডেস্কঃ
আলজেরিয়ার ক্ষমাতচ্যুত প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা আর নেই। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। আলজেরিয়ায় দীর্ঘসময় ধরে শাসন করা এই প্রেসিডেন্ট শুক্রবার তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে গার্ডিয়ান।

২০১৩ সালে স্ট্রোক করার পর থেকে আবদেলআজিজ বুতেফ্লিকাকে খুবই কম জনসম্মুখে দেখা গেছে। বুতেফ্লিকাকে তার সমর্থকরা জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে আলজেরিয়াকে স্বাধীন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।

১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর সবচেয়ে কম বয়সে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রেকর্ড গড়েছিলেন। দুই দশক তিনি দেশটির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। ৫ম বারের মতো নির্বাচনে লড়তে চাইলে তীব্র বিক্ষোভ শুরু হয় আলজেরিয়ায়। ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগে বাধ্য হন তিনি।

Share.